মানসম্মত পণ্য গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে ইতমধ্যে তাদের আস্থা অর্জন করে নিয়েছে সদাই। অনলাইন গ্রোসারি শপ সদাই এর কিছু কিছু পণ্যের মান এতটাই ভালো যে, এতটা ভালো মানের একই পন্য খোদ বাজারে গিয়েও পাওয়া যায় না। কেননা এইসব স্পেশাল পণ্য, সরাসরি পণ্যের আসল উৎস থেকে নিজস্ব তত্ত্বাবধানে সংগ্রহ করা হয় এবং মান ঠিক রাখার জন্য কঠোর নিয়ম পালন করে ডেলিভারি দেয়া হয়। চলুন দেখে নেয়া যাক সদাই এর কোন কোন পণ্যের মান এতটাই ভালো যে, গ্রাহক বার বার বাজার করতে সদাইতেই ফিরে আসে!
সদাই এর মাছ
অর্ডারের পাওয়ার পর সরাসরি উৎস (হাওর-বাওড়, নদী, খাল-বিল) থেকে টাটকা মাছ বাছাই করে ২৪ ঘন্টার মধ্যে গ্রাহকের কাছে পৌঁছে দেই।
- অলাইনে কৈ, শিং, মাগুর সহ আরও দেশি মাছের প্রতিশ্রুতি দিতে সদাই সবসময় এক ধাপ এগিয়ে।
- দামও বাজারের চাইতে তুলনামূলক কম।
- সামুদ্রিক সব ধরণের মাছ (রূপচাঁদা, সুরমা, টুনা, কোরাল) সহ লবস্টার, স্কুইড ও অক্টোপাস পাওয়া যায় সদাইতে।
- চাষের মাছের জন্যও সদাই সেরা। কারণ কন্টাক্ট ফার্মিং উপায়ে সরাসরি মাছের ঘের থেকে মাছ সংগ্রহ করা হয়।
- গ্রাহকের কষ্ট কমাতে, কুটে-বেছে, পরিষ্কার করে, রেডি-টু-কুক মাছ ডেলিভারি দিচ্ছি এক্সট্রা প্রসেসিং চার্জ ছাড়া।
মাংস
অথেনটিক কোয়ালিটির ও স্বাদের গরু, খাসি, যেকোনো জাতের হাঁস-মুরগি, ও কবুতরের সাস্থসম্মত মাংসের নিশ্চয়তা দিচ্ছে সদাই।
- দেশি ষাঁড়ের কোরালি, শিনা, রান, গর্দান, পায়ার মাংস আপনার পছন্দ মতো অর্ডার দেয়ার সুযোগ রয়েছে।
- আরও আছে ঘরে পালা দেশি মোরগ- মুরগি এবং নিজস্ব তত্ত্বাবধানে পালন করা এন্টিবায়োটিক ফ্রি সোনালী মুরগি।
- রেডি-টু-কুক কাস্টমাইজড (ব্রেস্ট, লেগ, থাই) ব্রয়লার মুরগিও পাবেন সদাইতে।
- পরম যত্নের সাথে পালক ও লোম পরিষ্কার করা, নানান জাতের সুস্বাদু হাঁসও আছে সদাইতে।
- অর্ডার দেয়ার পর, জবাই করে প্রিমিয়াম কোয়ালিটির পানি ছাড়া খাসির মাংস হোম ডেলিভারি দিচ্ছে সদাই।
- আমরা মাংস ডেলিভারির পূর্বে গরু, খাসি, হাঁস-মুরগি হালাল উপায়ে ও হাইজিন মেন্টেইন করে জবাই করি।
সবজি
দৈনন্দিন রান্নার সব ধরণের শাক-সবজি বাজারের চাইতেও কম দামে পাবেন সদাইতে।
- যেকোনো মৌসুমের সরেস ও ফ্রেশ শাক-সবজি সরাসরি ক্ষেত থেকে সংগৃহ করে আপনার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি।
- ক্ষেত থেকে সরাসরি নিয়ে এসে বিক্রয় করা হয় ফলে দামও ক্রয়সীমার মধ্যেই থাকে।
সদাই এর গ্রোসারি
ডাল, চাল, নুন, তেল, স্ন্যাকস সহ; লোকাল কিংবা ইমপোর্টেড সব ধরণের গ্রোসারি প্রোডাক্ট চাহিবা মাত্র সুলভ মূল্যে আপনার দোরগোড়ায় পৌঁছে দিবে সদাই।
- পণ্যের মান নিয়ে চিন্তা করতে হবে না।
- ভালো মানের স্বাস্থ্যসম্মত গ্রোসারি আইটেমর জন্য নির্ভরতার প্রতীক হয়ে আপনার পাশে থাকবে সদাই।
মশলা ড্রাই ফ্রুট, নাটস
প্রতিদিনকার খাবার বা অথিতি আপ্যায়নে বিশেষ কোনো রান্না, মশলা ছাড়া চিন্তাও করা যায় না। আর মজাদার রান্নার জন্য চাই ভালো মানের মশলা।
- নিজস্ব তত্ত্বাবধানে বাছাইকৃত, বাজারের খোলা মসলার চাইতেও কয়ক গুন ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির মশলা, তুলনামূলক কম দামে নিয়ে এসেছি আমরা।
- এছাড়াও রয়েছে নানান রকমের প্রিমিয়াম ড্রাই ফ্রুটস ও নাটসের সমাহার।
গরুর দুধ
সরাসরি গোয়ালার গোয়াল ঘর থেকে গরুর খাঁটি দুধ সংগ্রহের পর স্বাস্থ্যসম্মত উপায়ে প্যাকেট করে আপনার ঘরে পৌঁছে দিচ্ছে সদাই। সদাই এর এই গরুর দুধ পূর্ণ ননীযুক্ত ও বিন্দু পরিমাণ পানি মেশানো হয় না।
এত যত্নের সাথে পণ্যের কোয়ালিটি মেইন্টেইন করলে, বাজারের প্রয়োজনে ক্রেতারা বারবার সদাইতেই বাজার করতে ফিরে আসবে! ভালো ও কোয়ালিটি গ্রোসারি পেতে ও সুস্থ থাকতে বাজার করুন সদাইতে।
সহজে বাজার অর্ডার করুন সদাই এর ফেসবুক পেইজে
বিস্তারিত যেকোনো তথ্যের জন্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য অর্ডার করতে 
আমি বাগবাড়ি, গাবতলি ,মিরপুর এলাকায় থাকি ।এই এলাকায় নিত্য প্রয়োজনীয় জিনিস ” সদাই ” থেকে সরবরাহ করা যাবে কিনা?
কি কি জিনিসপত্র কিরকম দামে পাওয়া যায়, ডেলিভারি চার্জ কত জানালে খুশি হব। Email এ অথবা # 01718963305
আমাকে জানাবেন কি?